সোমবার, ৭ আগস্ট ২০২৩

গেইট বন্ধ করে আন্দোলনে আইইউটির বিদেশি শিক্ষার্থীরা

প্রথম পাতা » ছবি গ্যালারি » গেইট বন্ধ করে আন্দোলনে আইইউটির বিদেশি শিক্ষার্থীরা
সোমবার, ৭ আগস্ট ২০২৩



গেইট বন্ধ করে আন্দোলনে আইইউটির বিদেশি শিক্ষার্থীরা

অতিরিক্ত ফি আদায়, মান সম্পন্ন হলের পরিবেশ ও সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) গেট আটকে দিয়ে বিক্ষোভ করছেন বিদেশি শিক্ষার্থীরা।

সোমবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে মূল ফটকটি বন্ধ করে দিয়ে তারা আন্দোলন শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের তিন শতাধিক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। সোমবার সকাল থেকেই বিদেশি শিক্ষার্থীদের একটি অংশ মূল ফটকটি বন্ধ করে আন্দোলনে নামেন। এ সময় তারা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না।

বিদেশি শিক্ষার্থীরা জানান, ‘অনাকাঙ্ক্ষিতভাবে তাদের কিছু ফি বাড়ানো হয়েছে। পকেট এলাউন্সসহ হলের জন্য বিভিন্ন দূতাবাস ডলার দিলেও সেখানকার পরিবেশ মান সম্পন্ন নয়। বিদেশি শিক্ষার্থীদের ফেল করিয়ে জরিমানার নামে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। এ কারণে তারা ফটক বন্ধ করে আন্দোলন করছেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে উপাচার্য জরুরি সভা করছেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহযোগিতায় পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১৫:০৭:১৬   ৩৮ বার পঠিত