আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট কামরুল ইসলাম এমপি ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আজ সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৩৬:৫১ ৫৪ বার পঠিত