জুলাই মাসে দেশের সিনেপ্লেক্সগুলোতে হলিউড সিনেমাকে পেছনে দাপট দেখাচ্ছে বাংলা সিনেমা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্টার সিনেপ্লেক্স তাদের জুলাই মাসের টপ ১০ সিনেমার লিস্ট প্রকাশ করেছে। সেই লিস্টের প্রথম দুটি সিনেমাই বাংলা ভাষার।
সেরার তালিকায় প্রথম স্থানে আছে রায়হান রাফী পরিচালিত আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে আছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের ‘প্রিয়তমা’।
এর পর তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছে হলিউডের তিন সিনেমা। সেগুলো হলো: ‘ওপেনহাইমার’, ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং পার্ট ওয়ান’ ও ‘বার্বি’।
ষষ্ঠ অবস্থানে আছে চয়নিকা চৌধুরী পরিচালিত ও মাহফুজ-বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ সিনেমা।
স্টার সিপ্লেক্সের তালিকার অন্য ছবিগুলো হলো: ‘ইন্ডিয়ানা জোনস’, ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’, ‘এলিমেন্টাল’ ও ‘ট্রান্সফরমারস: রাইজ অব দ্য বিস্টস’।
এদিকে স্টার সিনেপ্লেক্সের তালিকায় শীর্ষে থাকায় উচ্ছ্বসিত ‘সুড়ঙ্গ’র নির্মাতা রায়হান রাফী।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:১৬ ৪৮ বার পঠিত