বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩

রাঙ্গামাটির বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন

প্রথম পাতা » চট্রগ্রাম » রাঙ্গামাটির বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩



রাঙ্গামাটির বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন

জেলার কাউখালী উপজেলাধীন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্ধোধন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দোহা চৌধুরী, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ খোরশেদ আলম, কাউখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ক্যাচিং মং মারমা, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রমুখ।
জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে জাতির পিতার আদর্শে গড়ে তোলাসহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে স্কুল পর্যায়ে গড়ে তোলা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

বাংলাদেশ সময়: ২২:১৯:২৭   ৫২ বার পঠিত