কথা ছিল এশিয়া কাপ দিয়ে অবসর ভেঙে ফিরবেন তামিম ইকবাল। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মিশনে নেতৃত্ব দেবেন দলকে। তবে এশিয়া কাপে খেলা হচ্ছে না জাতীয় দলের ওয়ানডে দলপতির। বাঁহাতি এই ব্যাটার অবসর ভেঙে ফিরবেন ঠিকই, কিন্তু অধিনায়ক রূপে নয়। নিয়মিত অধিনায়ককে ছাড়াই এশিয়া কাপের মিশনে যাবে টাইগাররা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন তামিম।
তবে, বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজের মধ্য দিয়ে তামিম ফিরবেন বলে আশাবাদী বোর্ড সভাপতি।
এ বিষয়ে তামিম ইকবাল বলেন, ক্রিকেটের স্বার্থে অধিনায়কত্ব ছেড়েছি। নতুন অধিনায়ককে সকল প্রকারের সাহায্য করব।
বাংলাদেশ সময়: ২২:১২:১২ ৫৫ বার পঠিত