বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩

শোকাবহ আগস্ট : টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারি » শোকাবহ আগস্ট : টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩



শোকাবহ আগস্ট : টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও শোকের মাস আগস্টের ৩য় দিনে জেলার টুঙ্গিপাড়ায় শোক র‌্যালি ও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগ।
আজ বৃহস্পতবার বেলা ১১টায় পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে সরকারি শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:২৪:২১   ৫২ বার পঠিত