ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি পরিবর্তন খুব স্বাভাবিক বিষয়। তাই বলে কোচ এসে প্রতিপক্ষের ডিফেন্ডারের কাছে জার্সি চাইবেন? সচরাচর এমন ঘটনা দেখা যায় না। রিয়ার মাদ্রিদের বিপক্ষে লিগ ম্যাচে ২-০ গোলে হারের পর ওই কাজ করেছেন সেল্টা ভিগোর কোচ কার্লোস কারভাহাল।
ম্যাচ শেষে তিনি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদার মিলিতাওয়ের কাছে জার্সি চান। হেড দিয়ে গোল করা তরুণ ডিফেন্ডার মিলিতাও সৌজন্য বিনিময় করে কার্লোস কারভাহালকে তার জার্সি দেন।
বিষয়টি নিয়ে কথা বলেছেন সেল্টার পর্তুগিজ কোচ ও সাবেক পর্তুগিজ ডিফেন্ডার কারভাহাল। জার্সি চাওয়ার বিষয়টি ভালো দেখা না গেলেও ছেলের শখ পূরণে তিনি ওই জার্সি চেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯:০২:২৩ ৫৮ বার পঠিত