ঢাকা, ৩০ জুলাই, ২০২৩: একাদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক আজ কমিটির সভাপতি রওশন আরা মান্নান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোঃ ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন এবং রাবেয়া আলীম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ৪ নম্বর সাব-কমিটির তদন্ত প্রতিবেদনের অগ্রগতি; ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) ও ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) ও নর্দার্ন রুট প্রকল্পের সর্বশেষ অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ০৪ নম্বর সাব-কমিটির তদন্ত রির্পোট উপস্থাপন করা হয়। রির্পোটে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ আর্থিক সংশ্লিষ্ট কোন অভিযোগ পাওয়া যায়নি বিধায় তদন্ত কমিটির রির্পোট সম্পর্কে পরবর্তী বিবেচনার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১), ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (লাইন-৫) ও নর্দার্ন রুট প্রজেক্টের কাজসমূহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সমাপ্ত করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
সড়কের গুণগতমান পূর্বের ন্যায় ফিরে আনার জন্য OSTEM সিস্টেম এর পরিবর্তে OTM সিস্টেম চালুর বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহিদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহিদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবদ্বয়, বিআরটিএ ও বিআরটিসি এর চেয়ারম্যানদ্বয়, ঢাকা বিআরটি কোম্পানি লি: এর ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এর নির্বাহী পরিচালক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) ও ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) এর প্রকল্প পরিচালকদ্বয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৪৪:১৪ ১০৯ বার পঠিত