রবিবার, ৩০ জুলাই ২০২৩

ফতুল্লায় পিকআপ ভ্যানের চাপায় নারীর মৃত্যু, চালক আটক

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফতুল্লায় পিকআপ ভ্যানের চাপায় নারীর মৃত্যু, চালক আটক
রবিবার, ৩০ জুলাই ২০২৩



ফতুল্লায় পিকআপ ভ্যানের চাপায় নারীর মৃত্যু, চালক আটক

ফতুল্লার সস্তাপুরে দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় রমিছা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় স্থানীয়রা পিকআপ ভ্যানসহ চালককে আটক করে পুলিশে দেয়। শনিবার রাত পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম সস্তাপুর কাস্টমের মোড়ে এঘটনা ঘটে।

নিহত রমিছা বেগম (৫৫) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চরকুদুরী গ্রামের আব্দুল মোতালেবের স্ত্রী। সে স্বামী সন্তানসহ ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রহুল মোল্লার বাড়িতে ভাড়া থাকেন।

নিহতের ছেলে রবিন জানান, তার মা বাসা বাড়িতে ঘুরে কাপড় বিক্রি করেন আর তার বাবা রিক্সা চালায়। রাতে তার মা দোকানে আসে দুধ কিনতে।

এসময় বেপরোয়া গতিতে আসা পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ২১৩৫৯৫) তার মা রমিছা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই হারেজ শিকদার জানান, গাড়ির চালক এরশাদকে (৩৫) আটক করা হয়েছে। এরশাদ জয়পুর হাট জেলার ক্ষেতলাল থানার চৌমুহুনী গ্রামের রেজাউল করিমের ছেলে।

সে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকার জাহাঙ্গীরের বাড়িতে ভাড়া থেকে গাড়ি চালায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩:২০:১৫   ৭৯ বার পঠিত