শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

‘শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি না নিতে টাকা খরচ করা হচ্ছে’

প্রথম পাতা » ছবি গ্যালারি » ‘শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি না নিতে টাকা খরচ করা হচ্ছে’
শুক্রবার, ২৮ জুলাই ২০২৩



‘শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি না নিতে টাকা খরচ করা হচ্ছে’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন অভিযোগ করে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি আর্মি বা অন্যরা যেন যেতে না পারে এজন্য তদবির করা হচ্ছে। এ কাজে টাকা খরচ করছে একটি দল।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্বব্যাপী আমাদের দেশের এক লাখ ৮৬ হাজার শান্তিরক্ষী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং দেশের সুনাম বৃদ্ধি করছে। বর্তমান সরকারকে অপছন্দ করার কারণ থাকতে পারে, কিন্তু তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশকে ধ্বংস করছে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্ররিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। সরকার জনগণের স্বার্থে কাজ করছে। তাই দেশের বিরুদ্ধে অপতৎপরতা রুখতে সকলকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে দরিদ্র পরিবারের মধ্যে ঢেউ টিন ও চেক বিতরণ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক ও নিজাম উদ্দিনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৮:০৩:২৮   ৪৬ বার পঠিত