বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

ঝিকরগাছায় স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছায় স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত
বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩



ঝিকরগাছায় স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত

সচেতন বাংলাদেশ : যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে স্বেচ্ছাসেবকলীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন পরে ডাকবাংলোয় আলোচনা সভা ও ২৯ পাউন্ডের কেক কাটেন নেতৃবৃন্দ। এই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ। এসময় তিনি তার বক্তব্যে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটকে আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত হতে হবে। এজন্য আমরা কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের ওপর হামলা পরিচালনা করছে জামাত-বিএনপি। যেকোনো মূহূর্তে তারা বড় ধরনের নাশকতা সৃষ্টি করতে পারে। তাদের নৈরাজ্য রুখে দিতে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা রাজপথে আছে এবং রাজপথে থাকবে।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহমুদ মুকুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এইচ এম ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম,প্রিন্স আহমেদ, রফিকুল ইসলাম, যুবলীগের সদস্য জাফিরুল হক, পৌর যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর একরামুল হক খোকন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, আশিকুল ইসলাম, শেখ রাসেল, আজম মো. ড্যানী, সদস্য রাজন আহমেদ, রকি হোসেন, সুব্রত অমিত, সবুজ হোসেন, ইসমাইল হোসেন, ডিপু আহমেদ, পৌর কাউন্সিলর আরিফ হোসেন, মাগুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান লিটু, গদখালীর সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সম্পাদক আরিফ হোসেন, পানিসারার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাসানুর রহমান, ঝিকরগাছা সদরের সভাপতি তবিবর রহমান উজ্জ্বল, নাভারণের সভাপতি ফারুক শিকদার, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সবুজ হোসেন, সাধারণ সম্পাদক রাজীবুল ইসলাম, যুগ্ম-সম্পাদক লোকমান হোসেন রিজু, হাজিরবাগের সভাপতি আয়নাল হোসেন, সহ-সভাপতি আব্দুল জলিল, শংকরপুরের সভাপতি শিব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আশানুর রহমান, বাঁকড়ার সভাপতি নুরুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন,শংকরপুরে রকি তৌহিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৪১:৩৪   ৪৪ বার পঠিত