ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিএনপি এবং আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন (ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ) রাজধানীতে শুক্রবার (২৮ জুলাই) সমাবেশের ঘোষণা দিয়েছেন। গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করে সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, শুক্রবার সাত থেকে আটটি তাজিয়া মিছিল আছে। নিরাপত্তার হুমকি থাকতে পারে। সেটিও গুরুত্বপূর্ণ। এ ছাড়া শুক্রবার দুটি ভিভিআইপি মুভমেন্ট আছে। আমরা এসব বিষয় সামনে রেখে চিন্তা করছি।
তিনি বলেন, সব সরকারি ছুটির দিন এক নয়। আমরা গোয়েন্দা সংস্থা, ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে জানাব।
ডিএমপি কমিশনার আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে পরোয়ানা আছে, মামলা আছে; তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০৫:১৩ ৪৪ বার পঠিত