বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে দলটি।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ধানমন্ডির-৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ম আবদুর রাজ্জাক, সহসভাপতি আবদুল আলীম, দেবাশীষ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, মাহবুব হাসান, গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন বিপুল, সদস্য মির্জা মোর্শেদসহ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবকসহ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলাদেশ সময়: ১৩:১৯:২১ ৪৪ বার পঠিত