বুধবার, ২৬ জুলাই ২০২৩

বল হাতে খরুচে সাকিব ব্যাট হাতেও বিবর্ণ

প্রথম পাতা » খেলা » বল হাতে খরুচে সাকিব ব্যাট হাতেও বিবর্ণ
বুধবার, ২৬ জুলাই ২০২৩



বল হাতে খরুচে সাকিব ব্যাট হাতেও বিবর্ণ

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে নিজের প্রথম দুই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তৃতীয় ম্যাচে এসে রীতিমতো নিজের ছায়া বনে গেলেন বাঁহাতি এই অলরাউন্ডার।

মঙ্গলবার (২৬ জুলাই) ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে পুরোই বিবর্ণ এক দিন কাটালেন মন্ট্রিল টাইগার্সের বাঁহাতি এই অলরাউন্ডার। বল হাতে খরুচে থাকার পাশাপাশি একে তো মেলেনি কোনো উইকেট সেই সঙ্গে ব্যাট হাতেও ছিলেন ব্যর্থ।

যদিও সাকিবের এই পারফরম্যান্স কোনো প্রভাব ফেলেনি দলে। দল তার ঠিকই জয় বাগিয়ে নিয়ে মাঠ ছেড়েছে।

লিগের প্রথম দুই ম্যাচে চার উইকেট নেওয়া সাকিব ভ্যাঙ্কুভারের বিপক্ষে দলের হয়ে সবচেয়ে বেশি রান দেন। তার ওভার থেকে ৪১ রান আসে। বিনিময়ে একটি উইকেটও ঝুলিতে পুরতে পারেননি তিনি।

ভ্যাঙ্কুভারের করা ৪ উইকেটে ১৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জোড়া উইকেট হারায় মন্ট্রিল। ইনিংসে চতুর্থ বলেই মাঠে নামেন সাকিব। ৮ বলে ১২ রান করলেও দলীয় ২১ রানে মাঠ ছাড়তে হয় তাকেও।

তবে দলের জয় পেতে বেগ পেতে হয়নি। ১৮.১ ওভারে ৪ উইকেটে ১৫৩ রান করে সাকিবের দল। এ নিয়ে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে উঠে গেলো মন্ট্রিল।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৩৫   ৪১ বার পঠিত