মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

ফতুল্লায় মাদক সেবন ও বহনের দায়ে ৭ যুবকের কারাদন্ড

প্রথম পাতা » ছবি গ্যালারি » ফতুল্লায় মাদক সেবন ও বহনের দায়ে ৭ যুবকের কারাদন্ড
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩



ফতুল্লায় মাদক সেবন ও বহনের দায়ে ৭ যুবকের কারাদন্ড

ফতুল্লায় মাদক সেবন ও বহনের দায়ে সাত যুবক কে ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালত।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লা মডেল থানার পাগলা শান্তি নিবাসের মৃত শাহজাহান শেখের পুত্র মোঃ মিরাজ শেখ(২৩),তল্লা সবুজ বাগ এলাকার ওমর চানের পুত্র নুর মোহাম্মদ (৩৬),মাসদাইর এলাকার মৃত ধনু সরকারের পুত্র মোঃ সুমন(৩০),নয়ামাটির মৃত আবেদ ফরাজির পুত্র মোঃ সোহেল(২০),আলীগঞ্জ জোড়পুলের আলমগীরের পুত্র মোঃ সাগর (২৮),চানমারীর মোঃ বাদশা মিয়ার পুত্র মোঃ মাসুদ মিয়া(৪২) ও সদর থানার খানপুর চৌরাস্তার আবুল হোসেনের পুত্র সুমন মিয়া (৩০)।

জানা যায়, সোমবার জেলা প্রশাসক কার্যালয় নারায়নগঞ্জের সহকারী কমিশনার ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া আটককৃত সাত জনকে ছয় মাস করে কারাদন্ড প্রদান করেন।

এর আগে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বহন ও সেবনের অভিযোগে ফতুল্লার মাসদাইর,আলীগঞ্জ,নয়ামাটি পাগলা,পিলকুনি ও সদর থানার খানপুর এলাকায় অভিযান চালিয়ে মিরাজ শেখ, নুর মোহাম্মদ, মোঃ সুমন, মোঃ সোহেল, মোঃ সাগর, মোঃ মাসুদ মিয়াও সুমন মিয়া কে আটক করে ।

বাংলাদেশ সময়: ২২:৪৮:১৭   ৫০ বার পঠিত