রবিবার, ২৩ জুলাই ২০২৩

আগস্টে মুক্তির তালিকায় তিন সিনেমা

প্রথম পাতা » ছবি গ্যালারি » আগস্টে মুক্তির তালিকায় তিন সিনেমা
রবিবার, ২৩ জুলাই ২০২৩



আগস্টে মুক্তির তালিকায় তিন সিনেমা

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাগুলো দেশের প্রেক্ষাগৃহে এখনো চলছে। চতুর্থ সপ্তাহেও দর্শকদের ভিড় দেখা গেছে। ঈদের সিনেমাগুলো ভালো চলায় জুলাই মাসে মুক্তি পায়নি নতুন কোনো সিনেমা।

আগস্টে মুক্তির তালিকায় এখন পর্যন্ত আছে তিনটি সিনেমা। এমনটাই জানা গেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি সূত্রে। সিনেমা তিনটির মধ্যে আছে, ‘মাইক’, ‘এমআর নাইন’ ও ‘১৯৭১ সেই সব দিন’।

অনুদানের সিনেমা ‘মাইক’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত হয়েছে এটি। নির্মাণ করেছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। ১১ আগস্ট মুক্তি পাচ্ছে এটি। ‘মাইক’ সিনেমাটিতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটি।

১৮ আগস্ট মুক্তি তারিখ নির্ধারণ করেছে হৃদি হকের সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। হৃদি হকের প্রথম সিনেমা এটি। ১৯৭১ সালের একটি পরিবার ও সেই সময়ের সাংস্কৃতিক আন্দোলন নিয়ে সিনেমার গল্প। এটিও সরকারি অনুদানে নির্মিত। সিনেমাটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।

জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত সিনেমা ‘এমআর-নাইন: ডু অর ডাই’। সিনেমাটি নির্মাণ করেছেন আসিফ আকবর। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংস পাহাড়’ সিরিজ অবলম্বনে নির্মিত হয়েছে এটি। ২৫ আগস্ট মুক্তির তারিখ নিয়েছে সিনেমাটির।

এতে অভিনয় করেছেন এবিএম সুমন, শহীদুল আলম সাচ্চু, মাইকেল জেই হোয়াইট, সাক্ষী প্রধান, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ। বিগ-বাজেটের ‘এমআর-নাইন: ডু অর ডাই’ সিনেমাটি নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬:২৪:৪৭   ৪৯ বার পঠিত