শনিবার, ২২ জুলাই ২০২৩

কামারখন্দে পল্লী উন্নয়ন ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রথম পাতা » খেলা » কামারখন্দে পল্লী উন্নয়ন ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শনিবার, ২২ জুলাই ২০২৩



কামারখন্দে পল্লী উন্নয়ন ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কামারখন্দ উপজেলার বাঁশবাড়িয়া পল্লী উন্নয়ন ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বেলকুচির সোনালী সংসদ জোকনালা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়েছে কামারখন্দের হায়দারপুর ইয়োথ ক্লাব।

উক্ত ফুটবল টুর্নামেন্ট এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা আলী কবির হায়দার,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম রেজা, সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শেখ, ভাইস চেয়ারম্যান মোছাঃসম্পা রহমান, কামারখন্দ থানার ওসি রেজাউল করিমসহ বীর মুক্তিযোদ্ধা ও সুধি ব্যক্তিবর্গ।

খেলায় সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা সেলিম।

বেলকুচি ও কামারখন্দ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ দর্শক হিসেবে উপস্থিত থেকে খেলাকে আরও প্রানবন্দ করে তোলে। খেলা শেষে অতিথিগণ বিজয়ী ও রানার্সআপ দলকে পুরষ্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২১:১৫:২৩   ১৬১ বার পঠিত   #