বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

যতই স্যাংশন আসুক, ভয় পাই না : র‌্যাব মহাপরিচালক

প্রথম পাতা » ছবি গ্যালারি » যতই স্যাংশন আসুক, ভয় পাই না : র‌্যাব মহাপরিচালক
বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩



যতই স্যাংশন আসুক, ভয় পাই না : র‌্যাব মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, যতই স্যাংশন আসুক না কেন, র‌্যাব কারও রক্তচক্ষুকে ভয় পায় না।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়ায় র‍্যাব আয়োজিত মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, র‍্যাব এখন মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত। এই দেশের কোথাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে লুকিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তাকে খুঁজে বের করা র‍্যাবের কাছে কোনো বিষয়ই না।

মাদকের বিষয়ে কোনো ছাড় নেই উল্লেখ করে এম খুরশীদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তারপরও মাদকের সঙ্গে আমরা পারছি না। কারণ, সকল শ্রেণির মানুষ মাদক গ্রহণ করছে। তবে এভাবে কখনোই চলতে পারে না।

এর আগে, দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়ায় পৌঁছে র‍্যাব-৬ এর ক্যাম্প উদ্বোধন করেন সংস্থাটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

বাংলাদেশ সময়: ২০:৫৪:৪০   ৪৯ বার পঠিত