শনিবার, ৬ মে ২০২৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩
শনিবার, ৬ মে ২০২৩



রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

শনিবার (৬ মে) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ২ হাজার ৪৯৪ পিস ইয়াবা, ২১ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ২০০ গ্রাম হেরোইন ও ৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:১৪:১১   ৬১ বার পঠিত