ঢাকা, ১৮ জুলাই, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এমপি, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি ও ফরিদা খানম এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে ২৮তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ২৮তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের চলমান প্রকল্পসমূহের সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং আবাসন পরিদপ্তরের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে বিভিন্ন প্রকল্পে ফান্ড এনগেজমেন্ট এর মাধ্যমে অলস টাকা কাজে লাগানোর ব্যাপারে পরামর্শ দেয়া হয় ।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে একটি কেন্দীয় Sewage Treatment Plant এবং ছোট ছোট হোটেলগুলোর জন্য গুচ্ছভিত্তিক Sewage Treatment Plant নির্মাণের জন্য বৈঠকে সুপারিশ করা হয়। এছাড়া, কক্সবাজার পৌরসভার Solid Waste Management এর মাধ্যমে একটি পরিকল্পিত নগরী গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
দক্ষিণ এশিয়ার মধ্যে কক্সবাজারকে একটি ‘ট্যুরিজম হাব’ এ পরিণত করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রধানগণসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:০৯:৪০ ৫০ বার পঠিত