সোমবার, ১৭ জুলাই ২০২৩

রাধাবতী দেবীর ‘কলাবতী শাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে

প্রথম পাতা » ছবি গ্যালারি » রাধাবতী দেবীর ‘কলাবতী শাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে
সোমবার, ১৭ জুলাই ২০২৩



রাধাবতী দেবীর ‘কলাবতী শাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে

দেশের ইতিহাসে প্রথমবারের মত কলাগাছের তন্তু থেকে তৈরি শাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়েছে। সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের একপর্যায়ে তার কাছে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি এ উপহার হস্তান্তর করেন।

পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, তাঁতশিল্পীদের তৈরি করা ‘কলাবতী শাড়ি’ এবার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে হয়েছে৷ বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি কলাগাছের তন্তু থেকে প্রস্তুত ৩টি শাড়ি এবং ২টি জুয়েলারি বক্স প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলাগাছের তন্তু হতে মনিপুরী ডিজাইনের এ শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। আর প্রধানমন্ত্রীকে উপহার দেয়া শাড়ি ৩টি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।

এ শাড়ি ছাড়াও পার্বত্য এলাকায় বাস উপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও বান্দরবানের জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:২০:০২   ৪৫ বার পঠিত