আর্জেন্টিনার জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেন লিওনেল মেসি। সেজন্য তাকে এমএলটেন নামেও চেনেন ভক্তরা। তবে ফরাসি ক্লাব পিএসজিতে থাকাকালীন মেসিকে পরতে হয়েছে ৩০ নম্বর জার্সি। আর এবার মার্কিন ক্লাবে যোগ দিয়ে প্রিয় ১০ নম্বরে ফিরলেন আর্জেন্টাইন তারকা।
গত ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে আনুষ্ঠানিকভাবে তিন বছরের চুক্তি করেন মেসি। এরপরে বাংলাদেশ সময় সোমবার (১৭ জুলাই) ভোর ৬টায় ‘দ্য আনভেইল’ নামে এক অনুষ্ঠানের মাধ্যমে জগদ্বিখ্যাত ফুটবলার মেসিকে মিয়ামির খেলোয়াড় হিসেবে দর্শকদের সামনে ‘উন্মোচন’ করা হয়।
অনুষ্ঠানে মেসির হাতে ১০ নম্বর জার্সি তুলে দেন মিয়ামির মালিকেরা। পছন্দের নম্বর বিশিষ্ট জার্সি পেয়ে মেসিকে হাস্যোজ্জ্বল চেহারায় দেখা যায়। মিয়ামির আগে ফ্রান্সের ক্লাব পিএসজির হয়ে মেসি ৩০ নম্বর জার্সি পরে খেলতেন। কারণ সেখানে আগে থেকেই ১০ নম্বর জার্সি ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের দখলে ছিল।
নেইমার অবশ্য মেসিকে ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চেয়েছিলেন। তবে মেসি নিতে চাননি। তিনি ১৯ নম্বর জার্সি চেয়েছিলেন। কিন্তু ফরাসি ক্লাবটি মেসিকে সেই জার্সিও দিতে পারেনি। পরে ৩০ নম্বর জার্সিতে দেখা যায় মেসিকে। অবশ্য স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসির অভিষেক হয়েছিল ৩০ নম্বর জার্সিতে। তবে ন্যু ক্যাম্পে ১০ নম্বর জার্সি পরেই দীর্ঘদিন খেলেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪:৪৭:০১ ৪৪ বার পঠিত