রবিবার, ১৬ জুলাই ২০২৩

আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেটদলকে স্পীকারের অভিনন্দন

প্রথম পাতা » খেলা » আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেটদলকে স্পীকারের অভিনন্দন
রবিবার, ১৬ জুলাই ২০২৩



আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেটদলকে স্পীকারের অভিনন্দন

ঢাকা, ১৬ জুলাই ২০২৩ : দুই ম্যাচ টি২০ সিরিজের ২য় ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে পরাজিত করে টি২০ সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

উল্লেখ্য, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেটে ১১৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান করতে সমর্থ হয়।

বিশ্ব ক্রিকেটে টাইগারদের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৪১   ৪৬ বার পঠিত