শনিবার, ১৫ জুলাই ২০২৩

আড়াইহাজারে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শনিবার, ১৫ জুলাই ২০২৩



আড়াইহাজারে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আড়াইহাজার থানা পুলিশ ৫০০ পিস ইয়াবাসহ সিরাজ মোল্লা (৪০) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার রাতে উপজেলার বিশনন্দী ফেরী ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিরাজ মোল্লা ঢাকার ডেমরার পশ্চিম বক্সনগর স্বপ্নধারা লেন এলাকার মৃত সাহেব আলীর ছেলে।

আড়াইহাজার থানার ওসি মোঃ এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সিরাজ একজন সংঘবদ্ধ মাদক পাচারকারী ও বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে ফেরীঘাট এলাকা দিয়ে মাদক পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।

এ ব্যাপারে গতকাল শনিবার আড়াইহাজার থানার এস আই আবু বকর সিদ্দিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে শনিবার ভোরে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ফজলুল হক খান অভিযান চালিয়ে গোপালদী পৌরসভার মুরাদপুর থেকে ৩টি সি আর মামলার সাজাপ্রাপ্ত আসামী ইব্রাহিমকে (৩৮) গ্রেপ্তার করেন।

সে ওই গ্রামের আঃ জলিল মিয়ার ছেলে। দীর্ঘ দিন পলাতক থেকে শনিবার বাড়ীতে আসছিল। গোপনে খবর পেয়ে তাকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১১:৫৪   ৫৫ বার পঠিত