বন্দরে ছিনতাইকারী সন্দেহে একটি মোটর সাইকেলসহ ফতুল্লার ২ যুবকসহ ৩ জনকে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ।
আটককৃতরা হলো দেওভোগ নাগবাড়ি এলাকার আফজাল হোসেন মিয়ার ছেলে পারভেজ (২৫) মাসদাইর জামালের গ্যারেজ এলাকার আকরাম হোসেনের ছেলে শাওন (২৪) ও নারায়ণগঞ্জ সদর থানার ভূইয়াবাগ এলাকার ইউনুছ হোসেন মিয়ার ছেলে নাজমুল হোসেন রাসেল (২৫)।
আটককৃতদের শনিবার (১৫ জুলাই) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (১৪ জুলাই) রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা বাসস্ট্যান্ডের পাঁকা রাস্তার উপর থেকে উল্লেখিত ৩ যুবককে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, বন্দরে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বন্দরে ৩য় শীতলক্ষা সেতু ও নবীগঞ্জ ফেরিঘাট দিয়ে শহর ও ফতুল্লা থেকে কিছু বখাটে যুবক ও সন্ত্রাসীরা বন্দরে বিভিন্ন এলাকায় প্রেবেশ করে সাধারন জনগনকে বিভিন্ন ভয়ভিতি প্রদর্শন করে হাতিয়ে নিচ্ছে নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র।
বাংলাদেশ সময়: ২৩:০১:৪৬ ১৩০ বার পঠিত