আগামী দুই দিনের মধ্যে বাংলাদেশ যুব মহিলা লীগকে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সভাপতি- সাধারণ সম্পাদকের নাম ঘোষণার সাত মাসেও কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি বাংলাদেশ যুব মহিলা লীগ।
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভায় যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এ নির্দেশ দেন তিনি।
সভায় উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, সভায় উপস্থিত যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলিকে উদ্দেশ্য করে তাদের কমিটির খবর জানতে চান।
এ সময় আগামী রোববারের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে সংগঠনটির দুই শীর্ষ নেত্রীকে নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এ বিষয়ে জানতে চাইলে যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি বলেন, সাধারণ সম্পাদক আমাদের কমিটি জমা দিতে বলেছেন।
জানা গেছে, ১২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করেছে যুব মহিলা লীগ৷ কমিটিতে জায়গা পেয়েছেন বেশ কিছু নতুন মুখ।
এদিকে বৈঠক সূত্র জানিয়েছে, সভায় কৃষক লীগের সাধারণ সম্পাদক উপস্থিত না থাকার বিষয়টি চোখে পড়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের। সংগঠনটির সভাপতি সমির চন্দ্রের কাছে সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত না থাকার কারণ জানতে চান।
সভাপতি জানান, সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সভায় উপস্থিত রয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:০৩:২১ ৪৭ বার পঠিত