আড়াইহাজারে হাত-পা বাঁধা অবস্থায় রুবেল (৪০) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের কপালিয়ারটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুবেলের গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলার বাটপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত জামাল উদ্দিন। তিনি সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে শ্বশুর ইদ্রিস আলীর বাড়ির পাশে জমি কিনে বসবাস করতেন। এছাড়া তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মহাসড়কের পাশে কপালিয়ারটেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে এখানে ফেরে রেখেছে। বুধবার (১২ জুলাই) সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
তিনি আরও জানান, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চলছে। এছাড়া এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২২:৫৯:১২ ৮০ বার পঠিত