বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১১৭তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারি » সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১১৭তম বৈঠক
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩



সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১১৭তম বৈঠক

ঢাকা, ১৩ জুলাই, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১১৭তম বৈঠক কমিটি সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো: আব্দুস শহীদ, মো: শহীদুজ্জামান সরকার, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ ও হাফিজ উদ্দিন আহম্মেদ অংশগ্রহণ করেন।

বৈঠকে জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১১৬তম বৈঠকের সিদ্ধান্ত দৃঢ়ীকরণের বিষয়ে পর্যালোচনা করা হয়।

স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ব্রিজ ও কালভার্ট নির্মাণ সংক্রান্ত ২০১৯-২০২০ অর্থবছরের কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নম্বর: ১৪/২০২২ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং -০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭ এবং এসনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এর ২০১৯-২০২০ অর্থবছরের হিসাব সম্পর্কিত কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নম্বর: ৩২/২০২২ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং- ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭ বিষয়ে সাক্ষ্য গ্রহণ, প্রশ্ন উত্তর ও জেরার মাধ্যমে বৈঠকে নিষ্পত্তি করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি” এর হিসাব সম্পর্কিত কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নম্বর: ৪০/২০২২ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং- ০১, ০২, ০৩, ০৪, ০৫ এবং ০৬ এবং গৃহায়ণ ও ভৌত অবকাঠামো অডিট অধিদপ্তর কর্তৃক পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত হাওড় এলাকায় আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন সংক্রান্ত বিষয়ের উপর ২০১২-২০১৩ অর্থবছর হতে ২০১৬-২০১৭ অর্থবছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১৭-২০১৮ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং- ২.৫ এর বিষয়ে পর্যালোচনাপূর্বক নিষ্পত্তি ও অনুশাসন প্রদান করা হয়।

বৈঠকে উত্থাপিত অডিট আপত্তিগুলো পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, সিএজি কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পূর্ত অডিট অধিদপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:০৬:১২   ৮৩ বার পঠিত