বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

ভারতকে হারাতে ১০৩ রান করতে হবে বাংলাদেশের মেয়েদের

প্রথম পাতা » খেলা » ভারতকে হারাতে ১০৩ রান করতে হবে বাংলাদেশের মেয়েদের
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩



ভারতকে হারাতে ১০৩ রান করতে হবে বাংলাদেশের মেয়েদের

ভারতের বিপক্ষে বিপক্ষে দুই ম্যাচে হেরে এরইমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ও সবশেষ ম্যাচে হারমানপ্রীত কৌরদের ১০২ রানে আটকে দিয়েছে টাইগ্রেস বোলাররা। এবার কাজটা ব্যাটারদের ওপর, লাল সবুজের প্রতিনিধিদের জয়ের জন্য ১০৩ রান করতে হবে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ২০ রানের মাথায় ২ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় সফরকারী দল। এরপর জেমিমাহ রদ্রিগেজ ও হারমানপ্রীতের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। দুজনে মিলে গড়েন ৪৫ রানের জুটি। জেমিমাহ ২৮ রান করে বিদায় নিলেও হারমানপ্রীত করেন ৪০ রান।

১৫ ওভার শেষে ৩ উইকেটে ভারতের রান ছিল ৮৬। পরের ওভার থেকেই টাইগ্রেসদের বোলিং নৈপুণ্যে উইকেটের মিছিল শুরু হয় হারমানপ্রীতদের। ইনিংসের শেষ ৪ ওভারে ৬ উইকেট তুলে নেয় তারা, ভারত রান তোলে মাত্র ১২। তাতে ৯ উইকেট হারিয়ে ১০২ রান করতে সক্ষম হয় সফরকারী দল।

বাংলাদেশের হয়ে ১৬ রান খরচায় ৩ উইকেট নেন রাবেয়া খান। সুলতানা খাতুন ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। বাকিদের মধ্যে স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার পান একটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৬:১১:৫১   ৬৫ বার পঠিত