সাতক্ষীরার আশাশুনি উপজেলায় গোলাম রসুল ডাবলু হত্যা মামলার প্রধান মোশারফ হোসেন মজনুকে (৫১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১২ জুলাই) রাতে শহরের পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসাপাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির নাম মোশারফ হোসেন মজনু। তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা দক্ষিণপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।
সিআইডি জানায়, ২০২১ সালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ১৫ ডিসেম্বর রাতে উপজেলার শ্রীউলা গ্রামের কহিনুর সরদারের ছেলে গোলাম রসুল ডাবলুকে (২৮) হত্যা করে মজনু। পরদিন সকালে একই এলাকার রাশেদ সরদারের মৎস্য ঘের থেকে পুলিশ ডাবলুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হলে চলতি বছরের ১০ জুলাই আদালত সিআইডির কাছে মামলার তদন্তের দায়িত্ব দেয়। এরই প্রেক্ষিতে সিআইডি ইন্সপেক্টর হারুন অর রশিদ ও এসআই আনোয়ার বুধবার সন্ধ্যায় শহরের পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসাপাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
সিআইডি ইন্সপেক্টর হারুন অর রশিদ বলেন, বুধবার রাতে পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদ্রাসাপাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গ্রেফতার ডাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:০৯:৪০ ৪৯ বার পঠিত