জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বাষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলায় আজ এক প্রস্তুতিমূলক আলোচনা সভায় আনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১২ টায় জেলাপ্রশাসকের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে জেলাপ্রশাসক সাইফুল ইসলাম।
প্রস্তুতিমূলক সভায় বক্তারা বলেন- বঙ্গবন্ধুর আদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দেয়া হবে। ১৫ আগস্ট শাহাদাত বার্ষিকীতে “আমাদের চোখে বঙ্গবন্ধু‘ বিষয়ক শিশুদের এক মিনিটের ভিডিও প্রতিযোগিতা প্রদর্শিত হবে। এই প্রতিযোগতায় যারা জেলা পর্যায়ে বিজয়ী হবে তাদের বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ হলে তারা জাতীয় পর্যায়ে অংশ নেবে।
এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সব শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন। পরে বগুড়া জিলা স্কুলের অডিটোয়িামে সকাল সাড়ে ৯ টায় আলোচনা সভা, বিভিন্ন মসজিদে কোরআন খতম ও বঙ্গবন্ধুও তাঁর শহিদ পরিবারের জন্য দোয়া করা হবে।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন, এডিএম আফসানা ইয়াসমিন, সদর নির্বাহী অফিসার ফিরোজা পারভীন, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭:৫৯:২৫ ৪৫ বার পঠিত