বুধবার, ১২ জুলাই ২০২৩

আবারও নৌকাকে জয়যুক্ত করার আহ্বান মেয়র আতিকের

প্রথম পাতা » ছবি গ্যালারি » আবারও নৌকাকে জয়যুক্ত করার আহ্বান মেয়র আতিকের
বুধবার, ১২ জুলাই ২০২৩



আবারও নৌকাকে জয়যুক্ত করার আহ্বান মেয়র আতিকের

উন্নয়নের ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ আহ্বান জানান।

মেয়র আতিকুল ইসলাম বলেন, উন্নয়নের যেমন বিকল্প নেই, তেমনি উন্নয়নের জন্য নৌকা ও আওয়ামী লীগের বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকাকে জয়যুক্ত করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের মার্কা নৌকা। নৌকার কোনো ব্যাকগিয়ার নেই। আর এ গিয়ার উন্নয়নের, একে সামনে এগিয়ে নিতেই হবে।

এর আগে, দুপুর ৩টায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন এই দলটির সমাবেশে ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:৩৭   ৭৬ বার পঠিত