বুধবার, ১২ জুলাই ২০২৩

আজ থেকে সয়াবিন তেলের নতুন দর কার্যকর

প্রথম পাতা » অর্থনীতি » আজ থেকে সয়াবিন তেলের নতুন দর কার্যকর
বুধবার, ১২ জুলাই ২০২৩



আজ থেকে সয়াবিন তেলের নতুন দর কার্যকর

সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেলের দাম বুধবার (১২ জুলাই) থেকে কমবে বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।

এতে বলা হয়, বুধবার থেকে বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১০ টাকা কমে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম আট টাকা কমে ১৫৯ টাকায় বিক্রি হবে।

সয়াবিন তেলের পাঁচ লিটার বোতলের নতুন দাম ৮৭৩ টাকা, যা আগের থেকে ৪৩ টাকা কম।

এছাড়া পাম তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা কমে ১২৮ টাকা ও বোতলজাত পাম তেলের দাম লিটারপ্রতি ১২ টাকা কমে ১৪৮ টাকা করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে, গত ১১ জুন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া খোলা পাম তেলের দাম প্রতি লিটারে ২ টাকা কমিয়ে ১৩৩ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ সময়: ১২:১৪:৪৭   ৬২ বার পঠিত