মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

দুই সপ্তাহ পর করোনায় মৃত্যুর দুঃসংবাদ

প্রথম পাতা » ছবি গ্যালারি » দুই সপ্তাহ পর করোনায় মৃত্যুর দুঃসংবাদ
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩



দুই সপ্তাহ পর করোনায় মৃত্যুর দুঃসংবাদ

দেশে দুই সপ্তাহ পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৪৬৩ জনে।

মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ২৮৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৭০ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ১৩৯ জন।

এর আগে গত ২৭ জুন করোনায় একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

বাংলাদেশ সময়: ১৬:৫২:১৪   ৩৯ বার পঠিত