জেলার মুরাদনগরে ২৯৯ জন খামারিদের মধ্যে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি’র অর্থায়নে পিজি সদস্যদের মধ্যে গো-খাদ্য বিতরণ করা হয়। গো-খাদ্যের মধ্যে ছিলো- ডেইরি ফিড, কাফ স্টারটার, টিআরপি, প্রিমিক্স ও ডিসিপি
মুরাদনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের মধ্যে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনি।
মোহাম্মদ আলী বাসসকে বলেন, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি’র অর্থায়নে ২৯৯ জন খামারিদের মধ্যে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
এই সময়ে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ সম্পসারন কর্মকর্তা ওবায়দুল বারী খান, প্রাণিসম্পদ মাঠ সহকারি মো. তৌহিদুর রহমান সরকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:০১:৪২ ৬৭ বার পঠিত