শনিবার, ৮ জুলাই ২০২৩

টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

প্রথম পাতা » খেলা » টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
শনিবার, ৮ জুলাই ২০২৩



টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৭ রানে হেরে ১-০ তে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তাই টাইগারদের কাছে দ্বিতীয় ওয়ানডে সিরিজে ফেরার মিশন। নতুন অধিনায়কের নেতৃত্বে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

শনিবার (৮ জুলাই) টসে জিতে সফরকারীদের শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার দলপতি লিটন দাস।

এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন রয়েছে। নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের পরিবর্তে এই ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। পেস ইউনিটেও একটি পরিবর্তন এসেছে। তাসকিন আহমেদের জায়গায় খেলছেন এবাদত হোসেন।

অন্যদিকে কোনো পরিবর্তন না নিয়েই সিরিজ জয়ের লক্ষ্যে নামছে আফগানরা।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেট-রক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ সেলিম।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:০৫   ৪৩ বার পঠিত