শুক্রবার, ৭ জুলাই ২০২৩

এশিয়া অলিম্পিক কাউন্সিলের সাধারণ সভায় যোগ দিতে সেনাপ্রধান থাইল্যান্ডে

প্রথম পাতা » ছবি গ্যালারি » এশিয়া অলিম্পিক কাউন্সিলের সাধারণ সভায় যোগ দিতে সেনাপ্রধান থাইল্যান্ডে
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



এশিয়া অলিম্পিক কাউন্সিলের সাধারণ সভায় যোগ দিতে সেনাপ্রধান থাইল্যান্ডে

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ শুক্রবার সরকারি সফরে থাইল্যান্ড গেছেন।
সফরকালে আগামীকাল ৮ জুলাই তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) ৪২তম সাধারণ সভায় যোগ দেবেন।
সভায় এশিয়ার বিভিন্ন দেশের ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন। সভায় অংশগ্রহণ ছাড়াও তিনি এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট দেবেন এবং বিভিন্ন দেশ হতে আগত অতিথিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ ও পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। সেনাবাহিনী প্রধান আগামী ১১ জুলাই বাংলাদেশে পোঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:০১:১৯   ৪৫ বার পঠিত