শুক্রবার, ৭ জুলাই ২০২৩

তামিমের ফেরাকে স্বস্তির বলছেন পাপন

প্রথম পাতা » খেলা » তামিমের ফেরাকে স্বস্তির বলছেন পাপন
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



তামিমের ফেরাকে স্বস্তির বলছেন পাপন

বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাতে সংবাদ সম্মেলন করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন তামিম ইকবাল ফিরলে খুশিই হবেন তিনি। একদিন না যেতেই পাপনের খুশির উপলক্ষ্য ফিরে এসেছে। কেননা অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরছেন তামিম।

শুক্রবার (৭ জুলাই) দুপুর নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তামিম। এ সময় তার সঙ্গী ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং তামিমের সহধর্মিণী আয়েশা ইকবাল। পরবর্তীতে সেই বৈঠকে যোগ দেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও।

বৈঠক শেষে সংবাদকর্মীদের একজন পাপনকে প্রশ্ন করেন তামিমের অবসর ভেঙে ফেরাটা আপনাদের জন্য কতটা স্বস্তির? জবাবে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘অবশ্যই। এটা সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়কই যদি না থাকে আমরা খেলব কীভাবে!’

বিসিবিকে কোনো অবসরের চিঠি কি দিয়েছিল তামিম? উত্তরে পাপন জানালেন, ‘আজকে একটা এসেছে।’ এরপর বিসিবি সভাপতি বলেছেন, ‘যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে এখনও ফিট না, সেজন্য সে দেড়মাস সময় নিয়েছে। এই দেড়মাসে সে পুনর্বাসন করে আশা করছি শিগগিরই আমাদের ক্রিকেটে ফিরে আসবে।’

বাংলাদেশ সময়: ১৯:৪৭:৩৫   ৪৭ বার পঠিত