শুক্রবার, ৭ জুলাই ২০২৩

জাতির পিতার সমাধিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত সচিবের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারি » জাতির পিতার সমাধিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত সচিবের শ্রদ্ধা
শুক্রবার, ৭ জুলাই ২০২৩



জাতির পিতার সমাধিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত সচিবের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম।
আজ শুক্রবার তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদদের জন্য বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
এরপর টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম।
এরপর টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগ ওমান শাখার সভাপতি এস.এম সফি ও সাধারণ সম্পাদক এসএম নুরুল আফসারের নেতৃত্বে নেতৃবৃন্দ ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নব নিযুক্ত মহাপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও দোয়া মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৪২   ৫০ বার পঠিত