জেলার মনপুরা উপজেলায় আজ ২২’শ ৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের আমন ধানের বীজ, সার ও নারকেল চারা প্রদান করা হয়েছে। এর মধ্যে বীজ ও সার পেয়েছেন ৭’শ কৃষক ও নারকেল চারা পেয়েছেন ১৫’শ ৭৫ জন। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: আবদুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো: আহসান তাওহিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান নিজামউদ্দিন হাওলাদার, উপ সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন।
কৃষি অফিস জানায়, অনুষ্ঠানে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭’শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ১৫’শ ৭৫ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫টি করে নারকেল চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৩৭:২৭ ৪১ বার পঠিত