রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাই বেড়েছে। এ সংক্রান্ত একাধিক সাধারণ ডায়েরি (জিডি) ও মামলাও হয়েছে। এতে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এর প্রেক্ষিতে র্যাব-২ ছিনতাই চক্রের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বুধবার (৫ জুলাই) র্যাব-২-এর একাধিক দল মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূল হোতাও আছেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছুরি, চাকু, খুর ও অন্যান্য দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
শিহাব করিম আরও বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ভয় দেখিয়ে তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করত। ছিনতাইকারীদের নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩:১৯:৫৪ ৪১ বার পঠিত