বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

আশুলিয়ায় ডেঙ্গুর হানা, আইসিইউতে ভর্তি ১৩

প্রথম পাতা » ছবি গ্যালারি » আশুলিয়ায় ডেঙ্গুর হানা, আইসিইউতে ভর্তি ১৩
বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩



আশুলিয়ায় ডেঙ্গুর হানা, আইসিইউতে ভর্তি ১৩

সাভারের আশুলিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল পর্যন্ত আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি রয়েছেন ১৩ জন।

বেসরকারি চিকিৎসা কেন্দ্র আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের (ম্যানেজার /অপারেশন) হারুনুর রশিদ জানান, প্রতি বছর ডেঙ্গু মৌসুমে গড়ে ৮ থেকে ১০ রোগী ভর্তি হলেও এ বছর জুন-জুলাই মাসে গড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গু আক্রান্ত আব্দুর রহমান (৪৮) জানান, ঈদের আগের দিন হতে প্রথমে জ্বর, পরে বমি, ও পেট ফাঁপা শুরু হলে স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হন। পরে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগের প্রধান চিকিৎসক ডা. জয় ভট্টাচার্য জানান, ঈদের পর হতে গড়ে প্রতিদিন ৩০ থেকে ৩৫ রোগী ভর্তি হলেও এদের অধিকাংশ ডেঙ্গুতে আক্রান্ত। নির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রক্তের প্লাটিমা দেড় লাখ থেকে ৫০ হাজারের নিচে পাওয়া যাচ্ছে- এমন রোগীদের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঈদের পর দিন (৩০ জুন) হাসপাতালে ৫০ রোগী ডেঙ্গুজ্বর নিয়ে ভর্তি হন। বর্তমানে ১৩ রোগী চিকিৎসাধীন রয়েছের।

বাংলাদেশ সময়: ১২:০৩:২৭   ৪৪ বার পঠিত