মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

অসচেতনতা থেকেই ‘বারবার এমন দুর্ঘটনা ঘটছে’

প্রথম পাতা » ছবি গ্যালারি » অসচেতনতা থেকেই ‘বারবার এমন দুর্ঘটনা ঘটছে’
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩



অসচেতনতা থেকেই ‘বারবার এমন দুর্ঘটনা ঘটছে’

ঝালকাঠিতে টানা সাড়ে ১০ ঘণ্টা পর জ্বালানি তেলবাহী জাহাজের আগুন নিভেছে। জাহাজটি এখন নিরাপদ। তবে অসচেতনতা থেকেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

মঙ্গলবার (০৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি পৌর মিনি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য দেন।

লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, এ ধরনের জাহাজগুলোতে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকছে না। কোন দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতি বেশি হওয়ার আশঙ্কা থাকে। তবে সুগন্ধা নদীতে বিস্ফোরণ ঘটা জাহাজের তেল থেকে নতুন করে আর দুর্ঘটনার আশঙ্কা নেই।

প্রসঙ্গত, মোট ১১ লাখ লিটার জ্বালানি তেল নিয়ে ঝালকাঠি শহরের পৌরসভা খেয়াঘাটের অপর পাশে সুগন্ধা নদীতে গত শনিবার (০১ জুলাই) সাগর নন্দিনী-২ জাহাজে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। ঘটনার পর ট্যাংকারে থাকা ৯ শ্রমিকের মধ্যে পাঁচজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ হয় চারজন। পরে সোমবার (৩ জুলাই) দিনভর অভিযান চালিয়ে তাদের (চারটি) মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, ওইদিন সন্ধ্যায় একই ট্যাংকারে দ্বিতীয় বিস্ফোরণ ঘটলে ১৫ জন আহত হয়। এর মধ্যে দুজনকে ঢাকায় নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩১:০৩   ৪৯ বার পঠিত