ঝালকাঠিতে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণের তৃতীয় দিনের উদ্ধার অভিযানে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে নিখোঁজ ৪ জনের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৩ জুলাই) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নামপরিচয় জানা যায়নি। এর আগে রোববার (০২ জুলাই) দুপুরে বিস্ফোরিত জাহাজের ইঞ্জিনরুম থেকে আবদুস সালাম ওরফে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শাফায়েত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এর আগে রোববার ইঞ্জিনরুম থেকে হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মামা শফিকুল ইসলাম মরদেহটি শনাক্ত করেছেন। হৃদয় কয়েক বছর ধরে সাগর নন্দিনী-২ জাহাজে গ্রিজার পদে কাজ করেন। দুর্ঘটনার সময় তিনি ইঞ্জিন রুমের দায়িত্বে ছিলেন।
বাকিদের উদ্ধারে তৎপরতা চালু আছে বলেও জানান শাফায়াত।
এর আগে শনিবার (০১ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে শহরের সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামের কাছে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এর পেছনের অংশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৩:২৫:৩০ ৩৮ বার পঠিত