সৌদি আরবে হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ২ হাজার ৫৮২ জন হাজি। রোববার (২ জুলাই) থেকে সোমবার (০৩ জুলাই) ভোর পর্যন্ত দেশে ফিরেন তারা।
এ বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মারা গেছেন ৬০ হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ৪৭ ও নারী ১৩ জন রয়েছেন। হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা।
এদিকে গতকালই শুরু হয়েছে সম্মানিত হাজিদের ফিরতি ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনার প্রথম ফিরতি ফ্লাইটটি (বিজি-৩৩২) জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। একের পর এক আসতে শুরু করেছে হজ ফ্লাইট।
সোমবার (০৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছে এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।
মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ৭টি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১টি।
সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২টি।
ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪টি।
সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র হতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যা ৫৫ হাজার ৫৪৪টি।
সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ৩৬ হাজার ৫৯১টি।
সৌদি আরবে হজ পালনে গিয়ে মারা গেছেন ৬০ হজযাত্রী/হাজি; পুরুষ: ৪৭; নারী: ১৩; মক্কা: ৫০; মদিনা: ৪; জেদ্দা: ০; মিনা: ৪; আরাফা: ২।
একনজরে হজ ২০২৩ এর কার্যক্রম:
সরকারি হজযাত্রীর কোটা : ১০ হাজার ৩৬০ জন।
বেসরকারি হজযাত্রীর কোটা : ১ লাখ ১২ হাজার ১৯৮ জন (গাইড ২ হাজার ৫০৬ জনসহ )।
হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।
২০২৩ সনের হজ অনুষ্ঠিত হয় ২৭ জুন।
হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২১ মে।
সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইটটি ছিল ২৪ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ০২ জুলাই।
শেষ ফিরতি ফ্লাইট ০২ আগস্ট।
সর্বশেষ মৃত্যু: সবশেষ যিনি মারা গেছেন তিনি হলেন মো. আমজাদ হোসেন। তার পাসপোর্ট নম্বর হলো ইই০৬৯৯০১৮।
বাংলাদেশ সময়: ১৩:০৯:১৩ ৪৩ বার পঠিত