রাজধানীর সায়েদাবাদের জনপথ মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃতরা পশুর খাবার পরিবহসের কাজে ব্যবহৃত ট্রাকে ইয়াবা পাচার করছিল। এ সময় তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. বাদল হোসেন (৩৪), মোহাম্মদ আকিবুল হোসেন (২৩) ও পারভেজ (২০)।
বুধবার (২৮ জুন) দুপুরে এ তথ্য জানিয়েছেন ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মাসুদ হোসেন।
তিনি জানান, গতকাল রাতে সায়েদাবাদ জনপথ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে গোখাদ্যের ট্রাকে পাচারকালে তাদের গ্রেপ্তার করা হয়।
উপপরিচালক মাসুদ হোসেন জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তারা গোখাদ্যের আড়ালে চট্টগ্রাম থেকে ঢাকার মোহাম্মদপুরে ইয়াবা পাচার করার উদ্দেশ্যে আসছিল। কিন্তু সায়দাবাদ জনপথের মোড় আসার পর তাদের গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৩২:০৩ ১৩৯ বার পঠিত