ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঝোপের ভেতর থেকে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করা করেছে পুলিশ। সোমবার (২৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন: মো. জাকির হোসেন (৫০) এবং সাইফুল ইসলাম (৩৬)। তাদের বাড়ি কসবা উপজেলার গৌরাঙ্গলা মধ্যপাড়া এলাকায়।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহিউদ্দিন জানান, দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা এলাকার জাকির মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জাকির মিয়ার বাড়ির দক্ষিণ পাশে সবজি বাগানের ঝোপের ভেতর থেকে ৫টি প্লাস্টিকের বস্তার মধ্যে থাকা ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতাররা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬:১১:৪৮ ১১২ বার পঠিত