খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আজ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোেের্ডর সম্মুখে দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন ও পরিকল্পনা মোঃ জসিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি উপজেলার কৃষকদের মাঝে ১২টি পাওয়ার টিলার ও ২৪ টি পাম্প মোটর এবং তিন জেলায় তুলা চাষ প্রকল্পের আওতায় ৭১টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:০৯:৪২ ৮০ বার পঠিত