রবিবার, ২৫ জুন ২০২৩

সোনারগাঁয়ে জালনোটসহ যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারি » সোনারগাঁয়ে জালনোটসহ যুবক গ্রেপ্তার
রবিবার, ২৫ জুন ২০২৩



সোনারগাঁয়ে জালনোটসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. শামছুল আমিন (৩৭) নামে এক যুবককে জালনোটসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। উদ্ধারকৃত জালনোটের পরিমান হচ্ছে ২১ হাজার ৬০০ টাকা। গ্রেপ্তারকৃত মো. শামছুল আমিন ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর থানার, দাতিয়ারা গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক তথ্যটি নিশ্চিত করে জানান, শনিবার (২৪ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সে দীর্ঘদিন ধরে জালনোট তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। জাল টাকা সরবরাহের জন্য তার একাধিক সিন্ডিকেট রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৮:২২   ৫৮ বার পঠিত