রূপগঞ্জের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের অপরাধ জগতের হোতা শমসেরের প্রধান সহয়োগী কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রায়হানকে পিস্তল ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ জুন) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুর্নবাসন কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ডের ফারুক মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসময় ভবনটির একটি কক্ষের মেঝের তোষকের নিচ থেকে ১ টি বিদেশী অস্ত্র, ১টি ম্যাগজিন ও ১৫০০ ছোট পুরিয়া (৩০০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রায়হানের বিরুদ্ধে রোববার রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
রোববার ২৫ জুন বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত রায়হানের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মাদক, গোলাগুলি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল গ্রুপের সঙ্গে রায়হান গ্রুপের প্রায়শই মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটতো। গত ২৩ জুন গুলিবিদ্ধ মাসুদ ও বাবলু জানিয়েছে উক্ত গোলাগুলির ঘটনায় রায়হান গুলি করেছে।
এর আগে গত শুক্রবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়হান গ্রুপ ও জয়নাল গ্রুপের মাঝে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে গুলি, ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় জয়নাল গ্রুপের বাবলু ও মাসুদ নামে দুইজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে।
গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গা ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫৬:২০ ৫৯ বার পঠিত